আপনার অ্যাকাউন্ট ব্লক করেছে না তার প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে রেখেছে আপনার প্রিয় মানুষটি তা বোঝা যায় না। সেক্ষেত্রে মনের দ্বিধা দূর করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন-
প্রোফাইল সার্চ করা
আপনাকে কেউ ব্লক করলে ফেসবুকে তার নাম সার্চ লিস্টে পাওয়া যাবে না।
পুরানো চ্যাট হিস্ট্রি
এরপরই চেক করুন চ্যাট হিস্ট্রি। চ্যাটকারীর প্রোফাইল পিকচারের বদলে ফেসবুকে ডিফল্ট প্রোফাইল ছবি দেখা গেলে এবং তাদের নামের ওপরে ক্লিক করতে না পারলে আপনার নাম ব্লক লিস্টে থাকার আশংকা রয়েছে।
মিউচুয়াল বন্ধুর অ্যকাউন্ট
উপরের ধাপগুলো মিলে গেলেই মন খারাপ করবেন না। মনের দ্বিধা দূর করতে মিউচুয়াল আছে এমন একজন বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাম সার্চ করে দেখতে পারেন। যদি মিউচুয়াল বন্ধুর অ্যাকাউন্টে ওই ব্যক্তির প্রোফাইল খুঁজে পান তাহলে ধরে নেবেন আপনাকে ব্লক করা হয়েছে।
Post a Comment